উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কাযলয়ের মাধ্যমে নিম্মবর্নিত সেবাসমুহ প্রদান করা হয় ।
1. প্রাথমিক সমিতি /(পুরুষ /মহিলা) গঠন ঋণ গ্রহনের পরামর্শ প্রদান ও এতদসংএান্ত যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ ।
2. সদস্যের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠনের সহায়তা করণ ।
3. সমিতির সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরনের জন্য ( সার ,বীজ,কীটনাশক েএবং সেচ যন্ত্রপাতি ) ঋণ প্রদান ৯ক) সোনালী ব্যাঙকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) আর্বতক ক্ষুদ্র ঋণ ।
4. সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক)পল্লী প্রগতি প্রকল্প (পপ্রপ) পল্লী জীবিকায়ন প্রকল্প (পজিপ) পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক) আওতায় অনানুষ্ঠানিক দল গঠন এবং উৎপাদনমুখি ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান ।
5. আনুষ্ঠানিক সদস্যের নিবন্ধন পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের 8 (আট) সপ্তাহ পর সদস্যের ঋণ প্রদান করা হয় ্ সমবায়িদের উৎপাদিত শস্যের বাজারজাতকরনের সৃস্টি এবং ন্যায্যমূল্যে পাপ্তিতে সহায়তা ।
6. নারী ক্ষমতায়ন ও নারী নেত্বেতে বিকাশে সচেতনতা বৃদ্ধি নারী নির্যাতনের েরোধ ও যৌতুক প্রথা নিশমূলে সচেতনতা সৃস্টিতে সহায়তা ।
7.সদ্যসের বয়স্ক শিক্ষা স্বাস্থ্য পুস্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয় পরামর্শ ও সেবা ।
8.বৃক্ষ রোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা ব্রদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা ।
9.অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্নকর্মস্থান সৃস্টির লক্ষে নামমাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান ।
10.গ্রামীন দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেত্বত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের দরিদ্র জনগোস্টিকে সম্পক্তকরণ ।
11.উপজেলা অফিসের কোন কর্মকর্তা /কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার নিকট উথ্পান করা হলে তার প্রতিকার করা হবে ।
12.উপজেলার বসবসরত যে কোন ব্যাক্তি সেবা সংকান্ত তথ্য প্রদাননেরে এ অফিস প্রতিশুতিবদ্ধ ।
অভিযোগ নিষ্পত্তিঃ
সুনিনির্দিস্ট অভিযোগের বিষয়ের সরকারী বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রতিশুতি প্রদান করা যাচ্ছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস